মে ২২, ২০২৪

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য মর্যাদায় জামাতে ঈদের নামাজ আদায় করেছেন সৌদি আরবের মুসল্লিরা।

বৃহস্পতিবার (১৩ মে) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে সৌদি আরবের জাতীয় মসজিদ ‘ধীরা প্রাঙ্গণে’ অনুষ্ঠিত হয় ঈদের জামাত। জনসমাগম কমাতে বিভিন্ন মসজিদে ঈদের নামাজের আয়োজন করা হয়। ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা বাংলাদেশিরা।

করোনার প্রভাবে এবার সৌদিতে নিষ্প্রাণ ঈদের আমেজ। লোকসমাগম অনেকটা নিয়ন্ত্রণ করে ঈদের নামাজের অনুমতি দেয় সৌদি সরকার। মহামারি করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনেই সতর্কতার সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমান।

এ ছাড়া সরকারের জারি করা বিধিনিষেধ মেনে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা। জনসমাগম এড়াতে বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় মুসল্লিরা।

এদিকে মুসলিম বিশ্বের নেতাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ্ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।